২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁদাবাজ প্রতিরোধে দোয়ারা বাজারের নরসিংপুরে বিট- পুলিশিং সভা

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
চাঁদাবাজ প্রতিরোধে দোয়ারা বাজারের নরসিংপুরে বিট- পুলিশিং সভা

Sharing is caring!

চাঁদাবাজ প্রতিরোধে দোয়ারা বাজারের নরসিংপুরে বিট- পুলিশিং সভা

 

সোহেল মিয়াঃ দোয়ারা বাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইর গাঁও গ্রামের খেয়াঘাটে, চেলানদী থেকে অবৈধ ভাবে বালু পাথর উত্তলন, পুলিশের নাম দিয়ে টাকা উপার্যন ও চেলানদী থেকে সর্বপ্রকার চাঁদাবাজি দমনের লক্ষে বিট-পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে,

সভায় দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ নাজির আলম বলেন, নদী থেকে যেন অবৈধভাবে কোন প্রকার বালি পাথর উত্তলন না করা হয় এবং যে সমস্থ চাঁদাবাজ পুলিশের নাম বিক্রিকরে মানুষের কাছ থেকে চাদা আদায় করে মানুষকে হয়রানী করে, এবং মাদক সেবন ও বিক্রি,

চুরাকারবারি,শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ করতে, উপস্থিতিতের মধ্যে একটি ঘনস্বাক্ষর নেওয়া হয় এবং চুরাকারবারি ও চাঁদাবাজদের আইনের আওতায় আনতে স্থানীয় লোকজনের মধ্যে একটি কমিটি ঘটন করার আহবান করেন,

সভায় উপস্থিত ছিলেন দোয়ারা বাজার থানা পুলিশের এস আই মাহমুদ, এএসআই সুমন মিয়া, দোয়ারা বাজার উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক নূরুল আমিন,

সোনালী চেলা বারকি শ্রমিক সমবায় সমিতি চাইরগাঁও বাজার এর সভাপতি জসীম উদ্দিন, পূর্ব চাইরগাঁও গ্রামের মুরুব্বী , মকবুল হোসেন, জয়নাল আবেদীন, ইউপি সদস্য জয়নাল আবেদীন, আমির হোসেন,আলা উদ্দিন,

চাইরগাঁও গ্রামের মুরুব্বী আঃ জব্বার,নূর আলী ইমরান, আব্দুল আলিম, হুশিয়ার আলী, ছাত্রলীগনেতা ছামির আলী ও দেলোয়ার হোসেন ( নিক্সন) প্রমুখ।