২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯
এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন

Sharing is caring!

ছাতক প্রতিনিধি
এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের উদ্যোগে গরিব অসহায় বন্যার্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বেলা সাড়ে ৩টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বর্ণমালা গালর্স হাইস্কুল প্রাঙ্গনে এসব ত্রান সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের প্রেসিডেন্ট এইচ এম অারজ অালীর সভাপতিত্বে ও পিডিজি এডভোকেট মাসুম অাহমদের পরিচালনায় ত্রান সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পূর্ব অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেসিডেন্ট এমএ কাইয়ুম চৌধুরি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রোলিয়ার এপেক্স গ্লোবালের সাবেক প্রেসিডেন্ট কেতে হুথ। বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সুনামগঞ্জ ক্লাবের লাইফ মেম্বার অাবদুস শহিদ মুহিত, ন্যাশনাল সেক্রেটারি ভূবন লাল, ডিস্ট্রিক গভর্ণর ইফতেখার মণি, এপেক্স সুনামগঞ্জ ক্লাবের সাবেক প্রেসিডেন্ট অাবু হানিফা সায়মন, খলিলুর রহমান রুবেল ও মাহবুবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এপে সাহেদুর রহমান, এপে নাজমুল হুদা, এপে সেলিম অাহমদ, এপে জবরুল অাহমদ, এপে ফাহিম অাহমদ, এপে অাবুল কালাম, এপে ছাদিকুর রহমান, এপে গেলাম জিলানী, এপে পাবেল অাহমদ, এপে হাবিবুর রহমান জয়, এপে শাহ কামাল বিজয় প্রমুখ। সভা শেষে এলাকার ২৫জন গরিব অসহায় বন্যার্ত মানুষের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল ও তৈল বিতরণী শেষে বর্ণমালা গালর্স হাইস্কুল এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন অতিথিবৃন্দ।