মোঃ আবুল হাশেম ,লামা (বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নের ফারাংগা ব্রিজ মংক্যহ্লা খামার এলাকায় নাপিত ঝিরিতে আরেকটি মহিলার মৃতদেহ (লাশ) উদ্ধার করা হয়েছে । শুক্রবার (২৬ জুলাই ২০১৯ ইং) বিকাল ৪টায় লাশটি পাওয়া যায়।
মৃত মহিলার নাম আম্বিয়া বেগম (৩২) পিতা- মৃত জাহের উদ্দিন, গ্রাম-গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়া,লামা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মৃত মহিলাটি মৃগী রোগী ছিল। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে নিহতের বড় ভাই আসাদ মিয়া ও ছোট ভাই মো. মিনহাজ (মিন্টু) বিষয়টি নিশ্চিত করেছে। নিহত আম্বিয়া বেগম দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। মহিলাটি স্বামী পরিত্যক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান। এক্ষেত্রে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান বাথোয়াইচিংমার্মা,সেনাবাহিনী, পুলিশ ও জনতার সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.