Sharing is caring!
লৌহজংয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ঘোড়দৌড় বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা,আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান। অন্যদের বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, আওয়ামী যুবলীগের সহসভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মর্তুজা খান, বাদশা আলম খান, হুমায়ুন কবির খোকা মৃধা, সহ-সাধারণ সম্পাদক রাসেল আলম রাজু, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল খান প্রমুখ। এছাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের পক্ষে বক্তব্য রাখেন হলদিয়ার সভাপতি আরিফ খান বাবু, কনকসারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টয়েস বেপারী, লৌহজং-তেউটিয়ার সভাপতি রঞ্জু মোল্লা প্রমুখ।