Sharing is caring!
চৌগাছায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
যশোর জেলা প্রতিনিধিঃ-
যশোরের চৌগাছায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে বিকাল ৪ট টায় উপজেলা পরিষদ চত্ত্বরে দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধূরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান,মাস্টার তসলিমুর রহমান,মাস্টার ফারুক হোসেন,একেএম শামিম আল মামুন শাহিন,হাসেম আলী,প্রভাষক খালেদুর রহমান টিটো,নুর মোহাম্মদ,নিতাই সরকার,আসাদুল ইসলাম আসাদ,মনিরুজ্জামান মিলন।
অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন, ফুলসারা ইউনিয়ন যুবলীগ নেতা জামাল উদ্দিন,সাদ্দাম হোসেন,সোহেল রানা,আকরাম হোসেন,পাশাপোল ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল ইসলাম,হামজা, সিংহঝুলী ইউনিয়ন যুবলীগ নেতা আলী মল্লিক,শরিফ জুয়েল,আশিক মল্লিক,সাহেব আলী,ধূলিয়ানী ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক হোসেন,ডবলু রহমান,আসাদুল ইসলাম,সদর ইউনিয়ন যুবলীগ নেতা শাহিন রহমান,রাম চন্দ্র,রায়হান,তরুন,জগদীশপুর ইউনিয়ন যুবলীগ নেতা সামছুল,জাহিদ,ইমরান,জনি,পাতিবিলা ইউনিয়ন যুবলীগ নেতা মিলন হোসেন,রিপন ঘোষ,মিন্টু মিয়া,রায়হান,তুহিন হোসেন,হাকিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান হাসনাথ,উজ্জল কুমার,খাইরুল ইসলাম,বসির আহম্মেদ,মালেক হোসেন,নারায়নপুর ইউনিয়ন যুবলীগ নেতা সামসুল আলম,রমজান আলী,হাবিবুর রহমান,আরিফ হোসেন,সোহাগ হোসেন,রুবেল হোসেন,স্বরুপদাহ ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল ইসলাম,মন্টু মিয়া,বকুল হোসেন,রমজান আলী,টিটো আহম্মেদ,সুখপুকুরিয়া ইউনিয়ন যুবলীগ নেতা হাসান আলী,উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ,লিখন হাসান,জিএম ফয়সাল,তাহমিদ শাকিল,ইমরান খান,অনিক মিত্র,আশিকুর রহমান,সন্দিপ কুমার,হাসান মৃধা,আকিদুল ইসলাম,দেলোয়ার হোসেন,রাসেল মল্লিক,বিকাশ, আমিনুর,হৃদয়,প্রোল্লদ ঘোষ,রতন কুমার,অসিম কুমার,সিপন কুমার,রাজু, তমাল,জয়ন্ত,মঙ্গোল, আনন্দ,প্রভু কুমার সরদার প্রমুখ।