ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারদন্ড
সুলতান আল একরাম ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে মাদক মামলায় আসাদুজ্জামান লিটন নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এম জি আযম এ দন্ডাদেশ প্রদাণ করেন।
এ মামলায় অপর দুই আসামীকে খালাস দেওয়া হয়েছে। দন্ডিত লিটন যশোর জেলার বেনাপোল এলাকার ধান্যখোলা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, ২০০৯ সালের ১২ জানুয়ারী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিনিকল এলাকা থেকে ১’শ গ্রাম হেরোইনসহ আসাদুজ্জামান ওরফে লিটনকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আরো দু’জনের নাম বেরিয়ে এলে পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করে।
তদন্তকারী কর্মকর্তা ওই বছরে ০২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত বুধবার লিটনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদাণ করে।
এ মামলার অপর দুই আসামী ইমরান এবং জাহাঙ্গীরের দোষ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। তবে দন্ড প্রাপ্ত আসামী পলাতক রয়েছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.