Sharing is caring!
আমি দায়ি নয় দায়ি এই ধরনের সমাজের
মোঃ পাপুল মিয়া,সাভার (ঢাকা) প্রতিনিধিঃ-
এই ছেলেটির জেলা কিশোরগঞ্জ থানা পাঠোন্দে
গ্রাম চর লক্ষে তিনি বর্তমানে সাভার আশুলিয়া জামগড়া মোল্লা বাড়ি মসজিদ সংলংগ একটি ভারাটিয়া বাসায় থাকেন।
গত ২৫/০৯/২০২০/ তারিখে তার ওয়াইফ পরকিয়ায় ধরা খায় এবং সে না বলে চলে যায় কোথায় তা এই ছেলেটি জানেনা সে খুবই মরমাহিত যে তার একটি ছোট্টো খোকা আছে ঐ মহিলার সংগে সে তার বাড়িতে খোজ নেন ও শশুর বাড়িতেও খোজ নেন কিন্তু কোনো লাভ হয়নি সে নিজেকে শান্তনা দিতে পারছে না সে কি করবে কেনোই বা বাচবে।
সমাজের মধ্যে এই চিএ তুলে ধরার কারন ঐ মহিলা যদি কোনো দিন অন্নো প্রোচনায় মারা পরে তাহার জন্য আমি দায়ি নয় দায়ি এই ধরনের সমাজের।
প্রোশাসন ও জন সাধারনের কাছে আমার এই বিনিতো আবেদন আমার ছোট্টো কলিজার টুকরা ছেলেটি পায়ার জন্য সার্ভিক সহায়তা কাম্য।
পরি শেষে একজন হতভাগা পিতা ছেলের পথ চেয়ে বসে আছে।