এবার আকবরের পক্ষেও দাঁড়াননি সিলেটের কোন আইনজীবী
সিলেট অফিস :: সিলেটের আইনজীবীরা আবারো আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যার নেপথ্যকারী এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মঙ্গলবার আদালত নেয়া হলে তার পক্ষে কোন আইনজীবী দাঁড়াননি।
এর আগে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের পক্ষেও জেলা আইনজীবী সমিতির কোন সদস্য আদালতে দাঁড়াননি।
মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে কঠোর পুলিশি পাহারায় পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে হাজির করেন।
এসময় তদন্ত কর্মকর্তা আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় আসামী আকবরের পক্ষে আদালতে কোন আইনজীবী ছিলেন না।
এ বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম অভিযোগকে বলেন, নৃশংস এই ঘটনায় আকবরের পক্ষে কোন আইনজীবী আদালতে দাঁড়াননি।
সমিতির কোন সিদ্ধান্তে নয় সবাই নিজ নিজ অবস্থান থেকে এটি করেছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, সোমবার (১০ নভেম্বর) সকালে কানাইঘাটের দোনা সীমান্ত এলাকা থেকে খাসিয়াদের সহযোগীতায় পুলিশ আকবরকে গ্রেফতার করে। সোমবার জেলা পুলিশ রাত ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.