
বাণিজ্যিক এলাকায় অটো রাইস মিল নির্মাণ, দুষ্কৃতকারীদের বাধা
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ-
ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজার সংলগ্ন গড়ে ওঠা নতুন বাণিজ্যিক এলাকায় একটি অটো রাইস মিল নির্মাণকে কেন্দ্র করে এক শ্রেণীর দুষ্কৃতকারীরা বাধা সৃষ্টি করছে।
স্থানীয় ও এলাকবাসী সূত্রে জানা যায় গত কয়েক দিন ধরে মিঞা অটো রাইস মিল নির্মাণ কে কেন্দ্র করে কিছু কথিত সাংবাদিক ও দেশের মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে কিছু স্থানীয় দুষ্কৃতকারীরা
বাধা দিয়ে আসছে।এবং বিভিন্ন সময়ে নানা রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,বিষয়খালী বাজার সংলগ্ন ঐ এলাকায় বেশ কিছুদিন ধরে কশেকটি অটো রাইস মিল,অটো ফ্লাওয়ার মিল চালু আছে।ঐ একই এলাকায় নির্মাণ হচ্ছে মিঞা অটো রাইস মিল।স্থানীয়রা দাবী করেন আমাদের এলাকায় এসকল প্রতিষ্ঠান হওয়ায় আমাদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে।
বিষয়খালী বণিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর বলেন,আমাদের এলাকায় অনেক গরীর মানুষের বাস।এসকল প্রতিষ্ঠান নির্মাণ হলে অনেক বেকার মানুষের কাজের সুযোগ হবে।
পার্শ্ববর্তী আন্দুলবাড়ীয়া গ্রামের মনিরুদ্দীন নামে এক শ্রমিক বলেন,করোনার গত কয়েকমাস ধরে কাজের অভাবে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছি।এরকম প্রতিষ্ঠান আমাদের এলাকায় হলে আমরা কাজের সুযোগ পাবো।
এ বিষয়ে নির্মাণাধীন মিঞা অটো রাইস মিলের স্বত্বাধিকারী সাজেদুল ইসলাম বলেন, আমি সরকারের যথাযথ নিয়ম কানুন মেনে আমার প্রতিষ্ঠান নির্মাণ করছি।একজন তরুণ উদ্যোক্তা হিসেবে এলাকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। এতে আমার প্রতিপক্ষ কিছু লোকজন আমার প্রতিষ্ঠান নির্মাণে বাধা দিচ্ছে।