২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শ্রীপু‌রে বাংলা‌দেশ কিন্ডারগা‌র্টেন এ‌সো‌সি‌য়েশ‌নের “১ নং মাওনা ইউ‌নিয়ন” ক‌মি‌টি‌ গঠন

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২০
শ্রীপু‌রে বাংলা‌দেশ কিন্ডারগা‌র্টেন এ‌সো‌সি‌য়েশ‌নের “১ নং মাওনা ইউ‌নিয়ন” ক‌মি‌টি‌ গঠন

Sharing is caring!

শ্রীপু‌রে বাংলা‌দেশ কিন্ডারগা‌র্টেন এ‌সো‌সি‌য়েশ‌নের “১ নং মাওনা ইউ‌নিয়ন” ক‌মি‌টি‌ গঠন

 

আবুসাঈদ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-
বাংলা‌দেশ কিন্ডারগা‌র্টেন এ‌সো‌সি‌য়েশ‌ন – শ্রীপুর উপজেলার ” ১নং মাওনা ইউ‌নিয়ন” ক‌মি‌টি‌ গঠন।

সোমবার বেলা ৪ঃ০০ ঘটিকায়- শ্রীপুর উপ‌জেলার ১ নং মাওনা ইউ‌নিয়‌নের ” চক পাড়া আইডিয়াল স্কুলে” আনুষ্ঠানিক সমর্থনের ভিত্তিতে ক‌মি‌টি গঠন করা হয়।

অনুষ্ঠান‌টি‌তে মাওনা ১ নং ইউনিয়নের সংখ্যাগরিষ্ঠ স্কুল প্রধানের সমন্বয়ে, রফিকুল ইসলাম স্যারের সভাপতিত্বে, ভাংনাহা‌টি পাব‌লিক স্কু‌লের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন – শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক- সে‌লিম শেখ এর সঞ্চালনায় – প্রধান অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মাষ্টার।

নব গ‌ঠিত ক‌মি‌টি‌তে হাফিজ উদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, জনাব মোঃ বজলুর রশিদ স্বপন কে সভাপ‌তি, নববী প্রি-ক্যাডেট হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক- মেহেদী হাসান অপু স্যারকে সহ-সভাপতি, মাদার টাচ্ প্রি- ক্যাডেট একাডেমি এন্ড স্কু‌লের প্রতিষ্ঠাতা পরিচালক – আশরাফুল আলম কে সাধ‌ারন সম্পাদক নিবা‌র্চিত করা হয়।

এ সময় আরও বক্তব‌্য রা‌খেন এসো‌সি‌য়েশ‌নের গাজীপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক -এস এম কাজল রানা, শ্রীপুর উপ‌জেলা শাখার সাধারন সম্পাদক -আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম শেখ ও এসো‌সি‌য়েশ‌নের প্রচার ও প্রকাশনা বিষ‌য়ক সম্পাদক -মোঃ আ‌রিফুল ইসলাম প্রমূখ ।

তা‌দের পৃথক পৃথক বক্ত‌ব্যে অন‌তিবিল‌ম্বে শিক্ষা প্রতিষ্ঠান খু‌লে দেওয়ার জন্য এবং বিনা সু‌দে ঋণ প্রদা‌নের দা‌বি জানানো হয়।