Sharing is caring!
রোনালদো ম্যাজিকের পরও জিতল না তার দল
খেলা ডেস্কঃ সিরিআ’য় কাইসেডোর শেষ মুহূর্তের গোলে কপাল পুড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্তাসের। লাৎসিওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ওল্ড লেডিরা।
স্তাদে অলিম্পিকোতে উজ্জীবিত জুভেন্তাস। আগের ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে ফেরেঙ্কভারোসকে উড়িয়ে দেয়ার সুখস্মৃতি নিয়ে মাঠে নামে আন্দ্রে পিরলোর দল।
শুরু থেকেই অতিথিদের চাপে কোণঠাসা ছিলো লাৎসিও। অপেক্ষা বেশিক্ষণ করতে হয়নি জুভেন্তাস সমর্থকদের। ১৫ মিনিটেই দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিক। কুয়াদ্রাদোর ক্রস থেকে গোল করেন পর্তুগিজ তারকা।
দলের সেরা তারকার ফর্ম উৎসাহ জোগায় জুভদের। শুরুতেই উত্তেজনা ছড়ানো ম্যাচজুড়ে ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ।
৫৮ মিনিটে র্যাবিট গোলের সুযোগ পেলেও সেটা কাজে আসেনি ওল্ড লেডিদের। টিভি পর্দায় দেখে তা শুধু কষ্টই বাড়িয়েছে সমর্থকদের।
৭৬ মিনিটে পায়ে হালকা চোট পেয়ে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। আঘাত সামান্য হলেও দলের সেরা তারকাকে নিয়ে কোন ঝুঁকি নেননি পিরলো।
রোনালদোর পরিবর্তে মাঠে নামেন দিবালা। লাৎসিওর বিপক্ষে একমাত্র ফুটবলার হিসেবে ৭টি গোল আছে এই আর্জেন্টাইনের ঝুলিতে। ২০১২ সালে সিরিআ’য় পালেরমোর হয়ে অভিষেক ম্যাচটা এই লাৎসিওর সঙ্গেই খেলেছিলেন দিবালা। তারপরও তাকে এ ম্যাচে খেলার জন্য অপেক্ষা করতে হয়েছে ৭৬ মিনিট পর্যন্ত।
তবে, দিবালা নামলেও লাৎসিওর রক্ষণে চাপ তৈরি করতে পারেনি জুভেন্তাস। উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে জাদু দেখান কাইসেডো। তাকে বলের জোগান দিয়েছেন আর্জেন্টাইন তারকা আনহেল কোরেয়া। সমতায় ফেরে লাৎসিও।
শেষ মুহূর্তের এই গোলেই কপাল পুড়েছে জুভেন্তাসের। ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে জুভেন্তাস। ফলে লিগে ৭ ম্যাচের মধ্যে ৪টিতেই ড্র করে, ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৫-এ নেমে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ আছে লাৎসিও।