Sharing is caring!
মহেশপুরের শ্যামকুড়ে এমপি চঞ্চলের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ-
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল ও তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হওয়ায় তাদের রোগ মুক্তি কামনা করে শ্যামকুড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জামিরুল হকের উদ্যোগে রোববার বিকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তিমির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্যামকুড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মো: জামিরুল হক।
এসময় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ, ইউপি সদস্য বিশারত আলী বিশু,কৃষকলীগের সভাপতি রাশেদ মীর, সাধারন সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের আহবায়ক তৌহিদুর রহমান খোকা।
এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্যসহ তার পরিবারের সদস্যদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।