বাবা হতে ছুটি নিতে পারেন কোহলি
ওয়েব ডেস্কঃ আইপিএল শেষ হয়েছে বিরাটের। এখন অস্ট্রেলিয়া সফরের পালা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ২ ম্যাচ না খেলার সম্ভাবনা তৈরি হয়েছে তার। এদিকে জানুয়ারিতে বাবা হতে চলেছেন। পিতৃত্বকালীন ছুটি যদি নেন তাহলে শেষ দুই টেস্টে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
আইপিএল ফাইনাল শেষেই অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন কোহলিরা। ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। গোলাপি বলের টেস্ট ম্যাচ হবে অ্যাডিলেডে। এরপর বক্সিং ডে টেস্ট ম্যাচ হবে মেলবোর্নে। তার পরের ২ ম্যাচ জানুয়ারি মাসে সিডনি এবং ব্রিসবেনে। সম্ভবত এই ২ ম্যাচে ভারতকে নামতে হতে পারে কোহলিকে ছাড়াই।
ক্রিকেটারদের পিতৃত্বকালীন ছুটি নিতে উৎসাহ দিয়ে এসেছে ভারতীয় বোর্ড। অধিনায়কের ক্ষেত্রেও তার অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে। ভারতীয় বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, বিসিসিআই সব সময় পরিবারকে গুরুত্ব দিয়ে এসেছে। কোহলি যদি পিতৃত্বকালীন ছুটি চায়, তাহলে শুধু প্রথম ২ টেস্টেই তাকে পাওয়া যাবে।
মনে করা হচ্ছে, কোহলির ছুটির কারণেই টেস্ট দলে লোকেশ রাহুলকে ফিরিয়ে আনা হয়েছে। কোহলির পরিবর্তে মিডল অর্ডারে রাহুলকে খেলানো হতে পারে। টেস্টে ইতোমধ্যেই ৫টি সেঞ্চুরি করেছেন রাহুল। ৩৬ ম্যাচে ২ হাজারের ওপর রান করে ফেলছেন। চোটের জন্য অস্ট্রেলিয়া সফরে বাদপড়া রোহিত শর্মাকে আইপিএলের ম্যাচে খেলতে দেখা যাচ্ছে। তাকেও শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে দেখা যেতে পারে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.