২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কক্সবাজারে প্রতারক চক্রের ২ সদস্য আটক

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০
কক্সবাজারে প্রতারক চক্রের ২ সদস্য আটক

Sharing is caring!

 

কক্সবাজারে প্রতারক চক্রের ২ সদস্য আটক

 

এইচ এম আমান,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারে প্রতারক চক্রের ২ সদস্য আটক
কক্সবাজারে আবাসিক ফ্ল্যাট থেকে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১৫ টি মোবাইল সেট, বিপুল সংখ্যক সিম এবং নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে কলাতলী আলফা ইয়েব নামে একটি আবাসিক ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হাজী নগর এলাকার মৃত সরওয়ার হাওলাদারের ছেলে মো. হান্নান, মাদারীপুর জেলার রার্জের উপজেলার প্রমারচর এলাকার মৃত কিনাই মাতব্বরের ছেলে আজিজুল মাতব্বর।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তার পরিচয় দিয়ে চক্রটি নানা কৌশলে বিকাশে টাকা আদায় করে আসছিল। বিভিন্ন কৌশলে তাদের আটক করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।