Sharing is caring!
পুনম শাহরীয়ার ঋতুঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় একযোগে রঙ দিয়ে সাজানো হচ্ছে। শিখবে শিশুরা মনে-প্রাণে স্লোগানে বিদ্যালয়গুলো এবার সেজেছে রংধনুর সাত রঙে।
উপজেলায় ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এক মাসের মধ্যেই সব বিদ্যালয় রঙ করা শেষ হবে। যাতে সারাদেশের মধ্যে কালিয়াকৈর উপজেলাও স্থান পায়।
মজিদচালা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কাইয়ুম হোসেন জানান, আমাদের বিদ্যালয়ে আগে ভালো কোনো পরিবেশ ছিল না। এখন আমাদের বিদ্যালয় রংধনুর সাত রঙ দিয়ে সাজানো হয়েছে। এখন অনেক সুন্দর হয়েছে। বিদ্যালয়ে এলে মন ভরে যায়। লেখাপড়া করতেও ভালো লাগে।
একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরজত আলী জানান, আমরা উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে মেরামত বরাদ্দ ও স্লিপ বরাদ্দের টাকা দিয়ে বিদ্যালয়টি রঙ করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার আগ্রহ বেড়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম জানান, উপজেলার ১২২টি প্রাথমিক বিদ্যালয়ে সাত রঙ দিয়ে সাজানো হচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ে এসে শিক্ষাগ্রহণ করতে পারে। সরকারি অর্থায়নে এসব কাজ করা হচ্ছে।