কমলগঞ্জে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন
জায়েদ আহমেদ,কমলগঞ্জ প্রতিনিধিঃ-
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক-শেভরন জীবিকা প্রকল্পের সহযোগিতায় সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
পরে স্থানীয় সমবায়-বৃন্দদের নিয়ে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা স্কাউট সম্পাদক মো. মোশাহিদ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাশ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনু।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সমবায়ী আব্দুল গফুর, শোভাসিনী সিনহা প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৬টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.