"নারায়ণগঞ্জে যুবদল নেতা স্বপন রিমান্ডে"
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনকে তিনদিনের রিমান্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।
শুক্রবার ৬ নভেম্বর তাঁর রিমান্ড আদেশ দেয় আদালত। উল্লেখ্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে দলটির কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি দুলাল হোসেনসহ ১০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই আমিনুর রহমান আমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এতে দিপু ভূঁইয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি দুলাল হোসেনসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৯০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইলে দিপু ভূইয়ার বাড়ি থেকে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শহীদুর রহমান স্বপনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে বাকি ১০ জন হলেন- জেলা যুবদলের সেক্রেটারি গোলাম ফারুক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা সজীব, সারোয়ার হোসেন রাজীব, আবু বক্কর, নয়ন, রাশিদুল হক ও গনি।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান মামলার বরাত দিয়ে জানান, দিপু ভূইয়ার উল্লেখিত ১১ জনসহ অজ্ঞাত আরো ৯০ জন মিলে বিদেশে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঘঠনের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকা- করার লক্ষ্যে বাসায় ল্যাপটপ ও প্রজেক্টরের মাধ্যমে জুম অ্যাপের মাধ্যমে শলাপরামর্শ করছিল।
খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.