১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফ্রান্সে মহানবী(সা.) কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আনোয়ারায় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের বিক্ষোভ

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ৬, ২০২০
ফ্রান্সে মহানবী(সা.) কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আনোয়ারায় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের বিক্ষোভ

 

ফ্রান্সে মহানবী(সা.) কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আনোয়ারায় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের বিক্ষোভ

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৬ নভেস্বর) দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সফল করতে যোহরের নামাজের পর থেকে বিভিন্ন জায়গা হতে মিছিল সহকারে চাতরী চৌমুহনী ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনে জড়ো হয় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। বিকেল তিনটা দিকে চাতরী চৌমুহনী বাজার এলাকায় লোকে লোকারণ্য হয়ে উঠে তৌহিদি জনতার মানববন্ধন।

এসময়ে স্লোগানে স্লোগানে বিক্ষোভে ফেটে পড়ে হাজারো মুসল্লি। পরে ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পিএবি সড়ক ও আনোয়ারা- সিএফএল সড়কের আংশিক পদক্ষিণ করে চাতরী চৌমুহনী বাজার গোল চত্বরে এসে শেষ হয়।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত আনোয়ারা শাখার সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হক নঈমী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি মুফতি কাজী আবদুল ওয়াজেদ , প্রধান বক্তা আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরী,অধ্যক্ষ আবদুল খালেক, আলহাজ্ব বশির আহমদ, মাওলানা আহমদ নুর আল কাদেরী, মাওলানা মুজিবুর রহমান, শাহজাদা আব্দুল কাদের চাঁদ মিয়া , মাওলানা মনির আহমদ আনোয়ারী , মাওলানা ক্বারী বদরুজ্জামান নঈমী, মাওলানা আশেকুর রহমান আল কাদেরী, মাওলানা মজিবুর রহমান চিশতী, হাফেজ মুহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন জিহাদী, শামসুল হুদা মনির , মোহাম্মদ তাজউদ্দীন, মাওলানা গোলাম হোসেন, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ ফিরোজ মিয়া, মাওলানা আবদুর রহিমসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তরা বলেন,ফ্রান্সের এই ধরনের কাজ নিন্দা জনক । ফ্রান্সের পণ্য বর্জন ও সরকার কর্তৃক ফ্রান্স সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া ফ্রান্স পণ্য বর্জনের জন্য সমস্ত মুসলিম দেশ গুলোর প্রতি আহ্বান জানানো হয় । যতদিন পর্যন্ত ফ্রান্স সরকার মুসলিম জাতির কাছে ক্ষমা চাইবেনা ততদিন প্রতিবাদ চালবে বলে উল্লেখ করেন তারা।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30