২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রাইভেটকারে ছাগল চুরি, ডিবির জালে চোর চক্র

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২০
প্রাইভেটকারে ছাগল চুরি, ডিবির জালে চোর চক্র

Sharing is caring!

 

প্রাইভেটকারে ছাগল চুরি, ডিবির জালে চোর চক্র

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
প্রাইভেটকারে করে ছাগল চুরি করতে গিয়ে ডিবি পুলিশের হাতে চোর চক্রের দুই সদস্য আটক হয়েছে।

শুক্রবার বিকেলে সাগান্না স্টার ব্রিকস এর সামনে থেকে তাদের আটক করা হয়।

এসময় চুরি হওয়া দুটি ছাগল উদ্ধার করা হয়েছে ও জব্দ করা হয়েছে চুরি কাজে ব্যবহৃত প্রাইভেট কার।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্ত জেলা চোর দলের সদস্যদের গ্রেফতারের উদ্দেশ্যে ঝিনাইদহ ডিবি পুলিশ সদর উপজেলার সাগান্না স্টার ব্রিকস এর সামনে চেকপোস্ট বসায়।

আভিযানিক দলটি চোর দলের সদস্যদের আটকের উদ্দেশ্যে গাড়ি তল্লাশি করতে থাকে।

এক পর্যায়ে একটি সাদা রংয়ের প্রাইভেট কার তল্লাশি করার সময় তার ভিতর থেকে দুটি চোরাইকৃত ছাগল উদ্ধার করা হয়।

এসময় কুষ্টিয়া জেলার খয়ের পুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাগর আলী ও আব্দুস সাত্তারের ছেলে মনিরুল ইসলাম বকুলকে আটক করে ডিবি পুলিশ।