Sharing is caring!
আবু রায়হান,পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ-
বিশ্ব মুসলিম এক হও এই স্লোগানকে সামনে রেখে, মিছিল। ফ্রান্সে মুসলিমদের কলিজার টুকরা,বিশ্বের শ্রেষ্ঠ মহামানব আমাদের প্রাণ প্রিয় বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সঃ)। এর অবমাননা সইবোনা এই প্রতিবাদী কন্ঠে, সারা বিশ্বের ন্যায়,পোরশার নিতপুরে মিছিল ও সমাবেশ করা হয়।
এ সময় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে, হযরত মাওঃ মোঃ আব্দুল বাসেত, পেশ ইমাম নিতপুর মাষ্টার পাড়া বলেন, আমাদের নবীর ব্যঙ্গ চিত্র সইবোনা,সেই সাথে মাও আব্দুল মালেক নিতপুর পুরাতন পাড়ার পেশ ইমাম বলেন, ফ্রান্সের সকল পণ্য আমরা সবায় বয়কট করবো,তাদের সাথে কোনো সম্পর্ক রাখবোনা,আরও বক্তব্য রাখেন, নিতপুর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাও মোঃ আহাদ হুজুর বলেন, কুলাঙ্গারের আমাদের নবীকে অপমান করেছে, এর জবাব না দিলে,তারা মনে করব আমরা দুর্বল, আমরা জানিয়ে দিতে চাই, মুসলিম কোনোদিন দুর্বল ছিল না।
সেই সাথে সাধারণ জনগণের আর্তনাদ ফ্রান্সের কুলাঙ্গারের ফাঁসি চাই।
উপস্থিত সমাবেশে উপস্থিত ছিলেন পোরশা উপজেলার ১নং নিতপুর ইউনিয়নের সভাপতি হাজ্বী মোঃ এনামুল হক,উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সভাপতি পোরশা প্রেশ ক্লাব।
আরও উপস্থিত ছিলেন,হাজ্বী মোঃ আব্দুল ওয়াদুদ,ও তৈয়ব ভাই সহ পুলিশ প্রশাসন, ও সাংবাদিক বৃন্দ সহ আরও বিভিন্ন নবী (সঃ) উম্মতরা।