Sharing is caring!
রাকিবুল হাসান :: গাজীপুরের শ্রীপুর উপজেলায় নগরহাওলা বাউল মার্কেট ফজলু মুন্সির বাড়িতে চাপকলের পানি জমে থাকা গর্তে পড়ে মাইমুনা ১৭ মাস বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা বাউল মার্কেট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে গোছলখানার পাশে খেলা করছিলো মাইমুনা।
এসময় পরিবারের লোকজনের অজান্তে ময়লা আর্বজনাকৃত ৫ ফুট গর্তে জমে থাকা ময়লা পানিতে পরে যায় শিশুটি। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে।
এক পর্যায়ে গর্তের মধ্যে শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে। মৃত্যু মাইমুনার বাবা রাজমিস্ত্রী মানিক মিয়া ফজলু মুন্সির বাড়ীর ভাড়াটিয়া।
এলাকাবাসী জানান মাইমুনাকে উদ্ধারের পরপরই বাড়ীওয়ালা থানা পুলিশকে খবর না দিয়ে তড়িঘড়ি করে পিকাপভ্যান ভাড়া করে মৃত্যু মাইমুনার গ্রামের বাড়ী ধুলাইন পোঃ রায়পুর,কেন্দুয়া নেত্রকোনা পাঠিয়ে দেয়।
এই ঘটনা ফজলু মুন্সির কাছে জানতে চাইলে বলেন আমার একটি দাওয়াত আছে এই ব্যাপারে বিকেলে কথা বলবো। এই নিয়ে এলাকায় ভাড়াটিয়াদের মধ্য চরম উত্তেজনা বিরাজ করছে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার আজিজ এই বিষয়ে জানেন না বলে নিশ্চিত করেছেন।