২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দৃশ্যমান ৫ হাজার ৪০০ মিটার পদ্মা সেতু,বসানো হয়েছে ৩৬তম স্প্যান

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২০
দৃশ্যমান ৫ হাজার ৪০০ মিটার পদ্মা সেতু,বসানো হয়েছে ৩৬তম স্প্যান

Sharing is caring!

 

 

দৃশ্যমান ৫ হাজার ৪০০ মিটার পদ্মা সেতু,বসানো হয়েছে ৩৬তম স্প্যান।

 

অভিযোগ ডেস্কঃ-

পদ্মা সেতুতে ৩৬তম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান ৫ হাজার ৪০০ মিটার সেতু।

৬ নভেম্বর শুক্রবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে (২ও৩) নম্বর পিয়ারের ওপর ৩৬তম স্প্যানটি বসানো হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৪০০ মিটার। ৬ দশমিক ১৫ মিটারের দ্বিতল বিশিষ্ট স্বপ্নের পদ্মা সেতুটি সম্পূর্ণ দৃশ্যমান হতে বাকি আর মাএ ৫টি স্প্যান বসানোর কাজ।

১১ নভেম্বর সেতুর (৯ও১০) নম্বর পিয়ারে ২-সি নামের ৩৭তম স্প্যান,১৬ নভেম্বর (১ও২) নম্বর পিয়ারে ১-এ নামের ৩৮তম স্প্যান,২৩ নভেম্বর (১০ও১১) নম্বর পিয়ারে ২-ডি নামের ৩৯তম স্প্যান,২ ডিসেম্বর (১১ও১২) নম্বর পিয়ারে ২-ই নামের ৪০তম স্প্যান ও ১০ ডিসেম্বর (১২ও১৩) নম্বর পিয়ারে ২-এফ নামের সর্বশেষ ৪১ নম্বর স্প্যানটি বসানো হবে।

পদ্মা সেতুতে ৪২টি পিলারের ওপর বসানো হবে ৪১টি স্প্যান। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি)। নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। সংযোগ সড়ক নির্মাণ করেছে বাংলাদেশের আব্দুল মোমেন লিমিটেড।

সেতুটিতে স্প্যান বসানোর পাশাপাশি সেতুর অন্যান্য কাজও দ্রুত এগিয়ে চলছে। এরইমধ্যে ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে ১১৬৬টি ও ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ১৬৪৬টির বেশি বসানো হয়ে গেছে। সেতুর উভয় প্রান্তে ভায়াডাক্টের ৪৮৪টি সুপার-টি গার্ডারের মধ্যে স্থাপন হয়েছে ২৫৮টি।

৩১ অক্টোবর পর্যন্ত মূল সেতুর কাজের অগ্রগতি ৯০ দশমিক ৫০ ভাগ। সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বরে এবং শেষ হওয়ার সংশোধিত শিডিউল ২০২১ সালের জুন মাসে। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা পরিস্থিতির কারণে কিছুটা ধীরগতি আসায় কাজ শেষ হতে একটু বেশি সময় লাগতে পারে।