৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৬ হিজরি

কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে প্রেমিক যুগলসহ ৩ জনকে পুলিশে সোপর্দ।

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯

Sharing is caring!

 

কমলগঞ্জ প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে প্রেমিক যুগলসহ ৩ জনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে ৮নং মাধবপুর ইউনিয়ন এর চেয়ারম্যান পুষ্প কুমার কানু, ৯নং ইসলামপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সোলেমান মিয়া ও ইউপি সদস্য আপারু নাইডু, মকবুল হোসেন সহ উদ্ধার করে তাদেরকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে তুলে দেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পাত্রখোলা চা বাগান এলাকায় প্রেমিক যুগল সিলেট ওসমানিনগর উপজেলার সারইদা গ্রামের ছোট মিয়ার ছেলে প্রেমিক সাহান মিয়া (২২) ও কমলগঞ্জ উপজেলার কামদপুর গ্রামের উসমান আলীর মেয়ে ১০ম শ্রেনীর ছাত্রী সালমা বেগম(১৭) ঘোড়াফেরা করছিল। এসময় স্থাণীয় শ্রমিকদের মধ্যে সন্দেহ দেখা দিলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এক শ্রমিক ছেলেধরা বলে চিৎকার করলে শতাধিক শ্রমিক জড়ো হয়ে সিএনজি চালক মৌলভীবাজার সদরের জগন্নাথপুর এলাকার সামসুল ইসলামের ছেলে অলি আহমেদ (২২) সহ প্রেমিক যুগলকে গণপিঠুনি দেয়ার চেষ্টা করে। এসময় তাদেরকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করতে গিয়ে মন্তাজ মিয়া নামে এক পল্লী চিকিৎসক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষ বাড়িতে ফেরৎ পাঠানো হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাত্রখোলা চা বাগানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির হাত থেকে প্রেমিক যুগল ও সিএনজি চালক সহ ৩ জনকে উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।