২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নবীজিকে অবমাননার প্রতিবাদে কানাইঘাটের দনা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০
নবীজিকে অবমাননার প্রতিবাদে কানাইঘাটের দনা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Sharing is caring!

ইফতেখার আলম চৌধুরী,কানাইঘাট প্রতিনিধিঃ-

ফ্রান্স সরকার কর্তৃক মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে অবমাননা করায় বিক্ষোভ উত্তাল হয়ে পড়ছে দনাবাজার । নবীর অবমাননার প্রতিবাদে সারাদেশের মতো কানাইঘাটের দনা বাজারে ও চলছে প্রতিবাদ বিক্ষোভের ঝড় । পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই হঠাৎ করে উপজেলার মুসলিম তা যুব সমাজ তৌহিদি জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচী উপলক্ষে এই দিন সকাল থেকেই দনাবাজারে ছিল তৌহিদি জনতার টান টান উত্তেজনা। সমাবেশ সফল করতে ভোর থেকেই বিভিন্ন জায়গা হতে মিছিল সহকারে স্থানীয় দনাবাজার সংলগ্ন মাঠে জড়ো হতে থাকে হাজারো ধর্মপ্রাণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে উঠে তৌহিদি জনতার সমাবেশ। এসময় বিক্ষোভে ফেটে পড়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দনাবজারে সকল শ্রেণী পেশার সহস্রাধিক মানুষের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (০৪ নভেম্বর) বিকাল ৪ টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।দনাবাজার থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জনতা বিভিন্ন ধরনের ব্যানার ও প্লেকার্ড, ফেস্টুন বহন করে ও বিভিন্ন ধরনের স্লোগান দেয়। ফ্রান্সের পণ্য বর্জন্যের ঘোষণা দেন তারা। মাওলানা আব্দুল মুসব্বির সাহেবের সভাপত্তিত্বে মাওলানা নিজাম উদ্দিন ও মাওলানা ইলিয়াস আহমদের যৌথ পরিচালনায় এ বিক্ষোভ মিছিল সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, মুফতি এবাদুর রাহমান,হাফিজ ফারক আহমদ, মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী,মাওলানা আব্দল খালিক,মাওলানা নজরুল ইসলাম,মাওলানা ছালিম আহমদ, হাফিজ জামাল আহমদ, মাওলানা আব্দুস সহিদ,মীম সালমান,কামরান হোসেন হোসাঈন, সহ প্রমুখ। বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাসুল (সাঃ) কে নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসুল (সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজ এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকান্ড বেড়ে গেছে। ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করায় বিশ্বের দুইশত কোটি মুসলমান ব্যথিত হয়েছে। ফ্রান্সের এহেন ইসলাম ও মুসলিম বিদ্বেষী কর্মকান্ড বন্ধ করতে হবে। ইসলাম ও মহানবী (সা.) এর অবমাননা কোনভাবেই বিশ্ব মুসলিম বরদাশত করবে না। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। ব্যঙ্গচিত্র প্রর্শনের প্রতিবাদে বাংলাদেশ সরকার নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বক্তারা বলেন, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডের নিন্দা জানাতে হবে। ফ্রান্সের সকল পণ্য বর্জনসহ সম্পর্ক ছিন্ন করার দাবীতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, ফ্রান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। মুহাম্মদ (সাঃ)কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। অবশেষে দোয়া ও মোনাজাত করে সভার কাজ সমাপ্ত ঘোষনা করা হয়।