২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কাশিমপুর কারাগারে অন্তসত্ত্বা স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার অভিযোগে একজনের মৃত্যুদন্ড কার্যকর

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০
কাশিমপুর কারাগারে অন্তসত্ত্বা স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার অভিযোগে একজনের মৃত্যুদন্ড কার্যকর

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ রোববার রাতে লক্ষীপুরের রামগতিতে ৫ মাসের অন্তসত্ত্বা স্ত্রী ও দুই বছরের শিশু কন্যাকে হত্যার অভিযোগে আব্দুল গফুর(৪৭)নামে এক কয়েদীর মত্যুদন্ড কার্যকর করা হয়েছে । আব্দুল গফুর লক্ষীপুরর রামগতি থানার দক্ষিণ চরলরঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে । ফাঁসি কার্যকর করার সময় উপস্থিত ছিলেন গাজীপুরর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ,ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান । কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেলসুপার আব্দুল জলিল রায় কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাসূত্র ২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষীপুরের রামগতি থানায় পারিবারিক কলহের জের ধরে ৫ মাসের অন্তসত্ত্বা স্ত্রী ও দুই বছরের কন্যা শিশুকে হত্যার দায়ে মামলা হয় ।এ মামলায় ২০০৮ সালের ২৮শে এপ্রিল লক্ষীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তাকে মৃত্যুদন্ডাদেশ দেন। দীর্ঘ আইনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত রাতে এ রায় কার্যকর করে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ ।