সুজন তালুকদারঃ
প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক খুললেই দেখা যায় মাথা,হাত,পা কাটা ছবি প্রোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে। আবার কিছু কিছু সত্য হত্যাকান্ডের মাথা,হাত,পা কাটা ঘঠনা বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন প্রতিকার প্রতিনিধিরা তুলে ধরছেন। পদ্মা সেতুতে মাথা লাগবে এটি একটি গুজব বলে গ্রাম অঞ্চলে মানুষিক পাগলদের মার ধর করার সংবাদ পাওয়া যায়। এসব দেখে মাথা কাটা গুজব তুলে মানুষিক পাগলদের মার ধর না করে প্রসাশনের হাতে তুলে দেয়ার আহ্বান সমাজের সচেতন মহলের। এবিসয়ে প্রতিটি জেলা উপজেলার পুলিশের পরিদর্শকদের মন্তব্য হচ্ছে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে যারা দেশে গুজব ছড়াচ্ছে তাদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশী কে সনাক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক( আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ২৪ জুলাই পুলিশ সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেন। দিনের পর দিন আমাদের চার পাশে কিছু মানুষ বুঝে না বুঝে এখান থেকে মাথা নিয়েছে ওখান থেকে মাথা নিয়েছে বলে গুজব ছড়ায়।এতে বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যাপক সমস্যার সম্মুখি হয়ে পড়েছে অনেকের অভিভাবকরা ভয়ে তাদের ছেলে মেয়ের স্কুলে যেতে দিচ্ছেন না বলে জানা যায়। এমনকি এই গুজবে প্রতিদিন কাউকে না কাউকে গণপিটুনিতে আহত অবস্থায় উদ্ধার করছে পুলিশ,সারা দেশে সরকারের পক্ষ থেকে মাথা কাটা গুজবের ব্যাপক প্রচার প্রচারণা করা হলেও বন্ধ করা যাচ্ছেনা এই অপপ্রচার। সুনামগঞ্জ জেলার সকল উপজেলা প্রসাশনের উদ্যোগে মাইকিং করে জানানো হয়েছে গুজব বলে। দিনে রাতে সাংবাদিক দের মোবাইলে ফোনে অনেক সাধারন মানুষ ফোন দিয়ে বলে ভাই এখান থেকে ওখান থেকে মাথা কেটে নিয়েছে আপনে কি জানেন তথ্য নিয়ে সংবাদ টি মিত্যা প্রমাণ হয়।গোবিন্দগঞ্জ,ছাতক,জাউয়া বাজার এলাকা থেকে মাতা নেয়ার গুজব ছড়ানো হয়েছে গত কয়েক দিন এতে সাধারন মানষ আতংকের মধ্যে ছিল আসলে এখন পর্যন্ত ছাতকের গোবিন্দগঞ্জ, জাউয়া বাজার এলাকাসহ ছাতক উপজেলার কোনো জায়গা থেকে মানুষের মাথা কাটার খবর পাওয়া যায়নি।যেহেতু গুজব ছড়িয়েছে এতে আতংকে না থেকে নিজে এবং নিজের আত্বীয় স্বজন ও ছেলে মেয়েদের ভয় না দেখিয়ে সচেতন হয়ে চলাচল করতে বলুন এবং মানুষিক কোনো পাগল কে সন্দেহজনক মনে হলে গণপিটুনি না করে পুলিশের হাতে তুলে দেন কারন ওরা পাগল রাস্তায় জগলে থাকে ওরা মানুষ কারো না কারো আপন জন।পাগলের ও বেচে থাকার ও স্বাধীন ভাবে চলা ফেরার অধিকার আছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.