২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন।

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯

Sharing is caring!

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অবস্থিত বিষ্ণুপুর পূর্বাচল কলেজে “স্বপ্নের যাত্রা”মানবকল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে “আগামী বছর যদি এই রকম গরম না চান,তাহলে এই বছর অন্তত পাচঁটি করে গাছ লাগান” এই শ্লোগানকে সামনে রেখে “স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠনের পক্ষ থেকে “বৃক্ষরোপণ কর্মসূচীর” কার্যক্রম ও আলোচনা সভার উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্টাতা সভাপতি সায়মন ওবায়েদ শাকিল।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে বিষ্ণুপুর পূর্বাচল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ইংরেজী বিভাগের প্রভাষক মো: রুহুল আমীন, গণিত বিভাগের প্রভাষক মাহবুব আলম, বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদা বেগম এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা সমন্বয়ক মো: জাবের আহমেদ, শহিদুল ইসলাম ও “স্বপ্নের যাত্রা”র শুভাকাঙ্ক্ষী সানিউর রহমান বৃক্ষরোপনের কর্মসূচীরর আয়োজন করেন ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তানভীর রশিদ,শরীফ হোসাইন চৌধুরী, সৌরভ মিয়া, সুলায়মান হোসাইন, শরীফ আহমেদ,আকাশ,আজিজুল হক,ইমামুল হক,মো: তুহিন,তানভীর খান, মো: শ্যামল আবির,মো: মিশন ভূইয়া,মো: শরীফ ।আলোচনা শেষে কলেজ প্রাঙ্গনে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সায়মন ওবায়েদ শাকিল বলেন, এটি আমাদের একটি সমাজসেবা প্রজেক্ট। জলবায়ূ পরিবর্তন ও সুরক্ষার জন্য আমাদের প্রত্যেকেরই বৃক্ষরোপন করা অতীব প্রয়োজন। এই বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ করার উত্তম সময়। তাই এই বর্ষায় সকলকে পাচঁটি বৃক্ষরোপণের জন্য অনুরোধ জানান।