নিজস্ব প্রতিনিধিঃ শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন সোনা মৃত্যুবরণ করেছেন। বুধবার সকালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। জানা যায়, বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। দুপুরের মধ্যেই ঝিনাইদহ হাসপাতাল থেকে তার মৃতদেহ শৈলকুপা পৌর এলাকার খালকুলা গ্রামের নিজ বাড়িতে পৌছাবে বলে স্বজনরা জানিয়েছেন। বাদ আছর তার নামাজে যানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীনে অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি শৈলকুপা উপজেলার পরিষদের পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও এর আগে দীর্ঘদিন যাবৎ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।