Sharing is caring!
মোঃ রুহুল আমিন,স্টাফ রিপোর্টারঃ নীলফামারী: নীলফামারীর ডিমলায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও দোয়া খায়েরের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আওয়ামীলীগ কার্যালয় হতে দোয়া খায়েরের শেষে একটি শোক র্্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহীম কামাল ডিআই, সাধারন সম্পাদক বাবু মহিত কুমার রায়, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শৈলেন চন্দ্র রায়, যুগ্ন আহ্বায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার প্রমুখ। এ সময় ১০ ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।