মোঃ সজাহান জেব কুদরতী, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- বাগেরহাট জেলার সদর উপজেলায় গাঁজা ও ফেনসিডিলসহ জাহিদ সরদার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর'২০) ভোরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে জাহিদকে আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ।পরে তার ঘরে তল্লাসী করে ৪‘শ ৫০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সোমবার বিকেলে জাহিদকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক জাহিদ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মোঃমোতালেব সরদারের ছেলে। বাগেরহাট মডেল থানার এস,আই মোঃশফিকুর রহমান বলেন-গোপন সংবাদের ভিত্তিতে জাহিদের বাড়ি অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও মামলা রয়েছে।আইনগত ভাবে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করেছি।
প্রকাশ কর্তৃক : ‘এডভানসড প্রিন্টং’ক-১৯/৬, রসুলবাগ,ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা - ১২১৯। ইমেইল: abhijug@gmail.com