২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রায়হান হত্যা : নোমানের সহায়তায় পালিয়েছে আকবর

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
রায়হান হত্যা : নোমানের সহায়তায় পালিয়েছে আকবর

Sharing is caring!

রায়হান হত্যা : নোমানের সহায়তায় পালিয়েছে আকবর

 

 

এম. আব্দুল করিম :: সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহতের ঘটনার ২০ দিন পর জানা গেলো বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া আব্দুল্লাহ আল নোমান নামের কোম্পানীগঞ্জ উপজেলার এক সাংবাদিকের সহায়তায় পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

আজবাহার আলী শেখ জানান, এটা এখন স্পষ্ট আকবর নোমানের সহায়তায় পালিয়েছে ৷ তবে সে কোথায় আছে তার কোন তথ্য এখনো পাওয়া যায়নি। প্রশাসনসহ আইনশৃঙ্খলাবাহিনী আকবরকে গ্রেপ্তার করতে কাজ করছে বলে জানান তিনি।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সীমান্তের হেলাল নামের একজন চোরাচালানী সহায়তা নিয়েছে নোমান। এবং হেলালের সহায়তায়ই তারা দুইজন পালিয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, ইতোমধ্যে হেলালকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করেছে একটি মামলায়। একই সাথে আকবর এবং নোমানের অবস্থান সনাক্ত করতে সীমান্ত এলাকায় প্রশাসনসহ আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে। সীমান্তের এপাড়ে বাংলাদেশের আইনশৃঙ্খলাবাহীনি ও ভারত সীমান্তে ভারতীয় বাহিনি তততপর আছে।

এদিকে কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, নোমানের পরিবারকে ইতোমধ্যে ২ দফায় জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ একই সাথে নোমানের ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাই সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা ও তার স্বামীর ভাগীনা শাহিনকেও জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা সংস্থা।