১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

নাগরপুরে পোনামাছ নিধন।

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯

Sharing is caring!

সফিকুল ইসালাম সবুজ, নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন গ্রামে কিছুসংখ্যক অসাধু জেলেরা নির্বিচারে পোনামাছ ধরে বাজারে বিক্রি করছে। পোনামাছ ধরার বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা আর মানছে না জেলেরা, এভাবে নির্বিচারে পোনামাছ ধরে পানিতে মাছের বৃদ্ধি পাওয়াকে ব্যাহত করছে।
আমরা ভাতে মাছে বাঙ্গালি হয়েও এমন অনৈতিক কাজ (পোনামাছ ধরা) হতে দেখছি প্রতিবছরই।
এব্যাপারে জনগণকেও সবসময় সচেতন থাকতে হবে এবং প্রশাসনকে ‘জেলেদের করা নজরদারীতে রাখতে হবে।