Sharing is caring!
পোরশা উপজেলা চেয়ারম্যান সুস্থ হয়ে আসায় আওয়ামীলীগের পক্ষ থেকে স্বাগতম
নাইম,নওগাঁ জেলা প্রতিনিধিঃ পোরশা উপজেলা চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী সুস্থ হয়ে আজ ফিরে আসেন। উপজেলা আওয়ামীলীগ সংগ্রামী সহ-সভাপতি জনাব মোঃ ওবায়দুল্লাহ শেখ ও তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সম্মানিত সদস্য ও পোরশা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম (রাজু) ফুল দিয়ে বরণ করে নেন এবং পরে মাগরিব নামাজ বাদ পোরশা বাজার আওয়ামী লীগ অফিসে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
উক্ত অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যায়ক্রমে পোরশা উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা নেত্রী তার সাথে দেখা করেন ও স্বাগত জানান।
দলীয় অফিসে ওবায়দুল্লাহ শেখ স্বাগত বক্তব্য রাখেন ও উপজেলা চেয়ারম্যান শুকরিয়া আদায় করে সকল নেতাকর্মী এবং পোরশা উপজেলার বাসীর কাছে দোয়া কামনা করেন।
তিনি দীর্ঘ একমাস ঢাকা পপুলার হাসপাতালে স্বামী-স্ত্রী দুজনে মিলেই চিকিৎসাধীন ছিলেন পরে সুস্থ হয়ে রাজশাহী হয়ে আজ পোরশায় পৌঁছলেন। আগামীকাল থেকে তিনি তার কর্মস্থলে যোগদানের আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দোয়া করা হয়।