Sharing is caring!
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় কৃষকলীগের শ্রদ্ধা নিবেদন
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার বেলা ১২ টায় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি (এমপি) নেতৃত্বে কৃষক লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ শরীফ আশরাফ, কার্যনির্বাহী সদস্য মাহফুজা রুবি, সিরাজুল ইসলাম, জাতীয় কমিটির সদস্য কোহিনুর ইসলাম প্রমূখ।