Sharing is caring!
লৌহজংয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত
ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে লৌহজং থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে দিবসটি পালনের আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য দেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন।
পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. হাফিজুর রহমান মানিকের সঞ্চালনায় কমিউনিটি পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান খান।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক ও উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, বৌলতলী ইউপি চেয়ারম্যান আবদুল মালেক শিকদার, বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ নূর নবী, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মতুর্জা খান, আওয়ামী লীগে নেতা শেখ শাহীন, আবুল হাশেম খান, জুয়েল শিকদার বাবু প্রমুখ।