২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বরগুনার বেতাগীতে হযরত মুহাম্মাদ (সঃ)’ র ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
বরগুনার বেতাগীতে হযরত মুহাম্মাদ (সঃ)’ র ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

বরগুনার বেতাগীতে হযরত মুহাম্মাদ (সঃ)’ র ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ।

 

 

মোঃ সোহাগ হাওলাদার,জেলা প্রতিনিধি বরগুনাঃ

বরগুনার বেতাগীতে মহানবী হযরত মুহাম্মদ (স:)’র ‘ব্যাঙ্গচিত্র প্রদর্শনের’ মাধ্যমে অবমাননা ও ইসলাম বিদ্বেষী আচরণের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকল ১০ ঘটিকায় তৌহিদী জনতার ব্যানারে ও স্থানীয় আলেম-ওলামা ও সর্বস্তরের জনতার অংশগ্রহনে এ কর্মসূচি পালিত হয়।

বেতাগী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়াতুল হিযবুল্লাহের সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বেতাগী সালেহিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মোতালেব, প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, উপজেলা জমিয়াতুল হিযবুল্লাহের সম্পাদক মাওলানা আব্দুস সালাম, দেশান্তরকাঠী মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম জেহাদী, বিবিচিনি স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা আবু হানিফ, ভোলানাথপুর দারুল-উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা এনায়েতুল্লাহ, ইসলামী যুব আন্দেলনের উপজেলা সহ-সভাপতি রেজাউল করিম আকন ও ইশা ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি এইচএম শহীদুল্লাহ কাওসার।

শেষে দোয়া মোনাজাতে আল্লাহর কাছে ইসলামী বিরুদ্ধাচারণকারীদের হেদায়েত কামনা করা হয়।