Sharing is caring!
আবদুল্লাহ আল মামুন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-
আজ ৩০ অক্টোবর শুক্রবার জুম্মা বাদ মনিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম কে ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান , মনিরামপুর কারিমীয়া ক্যাডেট মাদ্রাসার মোহতামিম মাওলানা আহসান কবীর , মনিরামপুর উপজেলা থানা মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান, মনিরামপুর মুরগি হাঁটা মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম , মাদানী নগর মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তরা বলেন ফ্রান্সের সরকারী মদদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম কে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করার জন্য সরকার ও সকল মুসলমানের নিকট আহ্বান জানান।
সমাবেশ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মনিরামপুর উপজেলা উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।