Sharing is caring!
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় এক কৃষক কে মারপিট করে টাকা লুট করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের মহব্বতপুর গ্রামের ধনু মিয়া মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পারিবারিক একটি বিষয় আপোষ করার জন্য ৫০ হাজার টাকা নিয়ে চৌমুহনী বাজার প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাবার সময় কমলানগর গ্রামের হিরা মিয়ার নেতৃত্বে কয়েকজন ধনু মিয়ার উপর আক্রমন করে তাকে মারপিট করে ৫০ হাজার টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে ধনু মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহাম্মেদ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।