Sharing is caring!
ঝালকাঠির জেলার নিষ্ঠাবান বিচক্ষণ সময়ের সাহসী সাংবাদিক মিলন সরদার
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ-
ঝালকাঠির ক্ষুরধার লেখনী শক্তিধর এক কলমযোদ্ধা সাংবাদিক মিলন সরদার তিনি প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনীর মাধ্যমে মানুষকে সমাজ সচেতনতায় অনুপ্রাণিত করে চলছেন।
যার কলম অত্যাচারী শাসক শোষক নামক ভণ্ডদের অস্ত্রের চেয়ে বেশি শক্তিমান।
তাঁর লিখনীতে ফুটে ওঠে শোষিত নীপিড়িত মানুষের চাওয়া-পাওয়া। তিনি ক্ষুরধার লিখনীর মাধ্যমে অন্যায়, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন, যা অশুভ শক্তির অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বজ্রের ন্যায় কঠিন, ‘হিরার’ চেয়ে ধারালো।
তবে নিজে অন্যায় সাথে আপশ করবেনা বলেও যানান তিনি।