Sharing is caring!
ধোবাউড়া উপজেলার খড়িয়া-বাঘবেড় এর রাস্তা পাকা করনের দাবী ও এলাকাবাসীর গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত
মোঃ তারিকুল ইসলাম প্রান্ত,ধোবাউড়া প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার খড়িয়া বাঘবেড় এলাকার রাস্তাসহ দ্রুত সার্বিক উন্নয়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন ‘ম্যান ফর ম্যান’ এর উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিরোধ যোদ্ধা আব্দুস শহিদ আকন্দ, প্রতিরোধ যোদ্ধা গিয়াস উদ্দিন আকন্দ, মিন্টু মিয়া তালুকদার, সালমান হোসেন, সাগর মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খড়িয়া চৌরাস্তা থেকে চানপাগার রাস্তা ও খড়িয়া গ্রাম থেকে বাঘবেড় ইউনিয়নের কাঁচা রাস্তায় জনগনের ভোগান্তি চরমে। এলাকাবাসীর দাবী রাস্তাগুলো যেন দ্রুত সংস্কার ও পাকা করণ করা হয়।
এসময় খড়িয়া বাঘবেড় ও চাঁনপাগাড় গ্রামের সকল জনগন গণস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহন করেন।