Sharing is caring!
লৌহজংয়ে ভোররাতে বৃদ্ধা নারী ও শিশুর উপর হামলা,আহত ৬
ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভোররাতে বৃদ্ধা নারী ও শিশুর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৭০ বছরের বৃদ্ধাসহ দুই নারী ও তিন শিশু আহত হয়েছেন।
এদের মধ্যে আয়শা বেগম (৭০), পান্না বেগম (৪৪) ও স্বপ্না বেগম (২৬) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এবং ইসরাত (১২), জান্নাত (১৪) ও তাসিন (১১) নামের তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের মিঠুসার গ্রামে মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে লৌহজং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহত স্বপ্না জানান, মঙ্গলবার ফজরের আযানের সময় ফজরের নামায পড়তে উঠি। পরে বাড়ির আঙ্গিনায় আকবর মল্লিক, খালেক মল্লিক, আয়ত আলী মল্লিক, সিরাজ মল্লিক, মোশারফ মল্লিক ও মোতালেব মল্লিকসহ আরও ৪/৫ জন লোক বাঁশ দিয়ে আমাদের জমি দখল করার চেষ্টা করে।
তখন তাদের বাঁধা দেওয়ায় আমাদের উপর হামলা চালায়। এ সময় তাদের হাতে থাকা ধারালো রামদা, চাপাতি, হকিস্টিক,রড, গাছের ডাল ও লাঠি দিয়ে হামলা করে।
সে সাথে আমাদের গায়ে কিল-ঘুষি,লাথি ও বাজে ভাষায় গালাগাল দেয়। আমার শ্বাশুড়ি একজন বৃদ্ধা মানুষ, তাকেও ওরা ছাড়ে নাই। যে যেভাবে পেরেছে আমাদের সন্তানসহ সবাইকেই মেরেছে।
আহত পান্না বেগম জানান, আকবর ও খালেক মল্লিকদের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন যাবত আমার শ্বশুরবাড়ির সাথে বিরোধ। আমাদের এ জমির বিষয়ে কোর্টে মামলাও চলছে।
কোর্ট বলেছে পরবর্তী রায় না দেওয়া পর্যন্ত যে যেভাবে রয়েছে সেভাবেই বসবাস করার জন্য। কোর্টের নির্দেশ অমান্য করে তারা জোরপূর্বক আমাদের জমি দখল করতে আসলে আমরা প্রতিবাদ করায় তারা এ ঘটনাটি ঘটায়।
আমাদের বাসায় কোন পুরুষ মানুষ নেই এজন্য তারা প্রায় সময়ে আমাদের উপর নানারকম অত্যাচার চালায় ও ভয়-ভিতী দেখায়।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।