১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

সাউথল্যান্ড সেন্টারের সিঁড়ি দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে সমাবেশ- মানববন্ধন

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯
সাউথল্যান্ড সেন্টারের সিঁড়ি দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে সমাবেশ- মানববন্ধন

Sharing is caring!

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

চট্টগ্রামের আগ্রাবাদ সাউথল্যান্ড সেন্টারের সিঁড়ি দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে এক সমাবেশ ও মানববন্ধন বুধবার বিকালে (২৪ জুলাই) মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মার্কেট ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া ও ব্যবসায়ী নেতারা বক্তব্য প্রদান করেন।
বক্তারা মার্কেট মালিকের এমন অগ্রহণযোগ্য কাজ অনতিবিলম্বে বন্ধ ও নির্মিত দোকান ভেঙ্গে ফেলার দাবি জানান।
বক্তারা বলেন, মার্কেটটি যখন বরাদ্দ দেয়া হয়েছিল, তখন সিডিএ’র অনুমোদিত নকশায় এই সিঁডির নিচে কোন দোকানের ছক ছিল না। এটি মূলত ব্যবসায়ী ও গ্রাহকদের চলাচলের জন্য রাখা হয়েছিল। মার্কেটের মালিক এখন এটি জোর করে দখল নিয়ে  ধ্বংস করতে চাচ্ছেন।
এ সময় মার্কেট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সিডিএ’র অনুমোদিত নকশা উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। দেখান।
মানববন্ধন শেষে বক্তারা দাবি আদায়ের জন্য আইনি পদক্ষেপ নেয়ার কথা সাংবাদিকদের জানান।