ঋতু ,নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শতাধিক স্পটে মাদকের ব্যবসা ও মাদকের নেশায় জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে করোনার কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের কোন কাজ না থাকায় মাদক ব্যবসায়ীরা পুলিশে গ্রেপ্তার এড়াতে
স্কুল কলেজ এর শিক্ষার্থীদের মাদক ব্যবসায় কাজে লাগাচ্ছে। আর উপজেলার শতাধিক মাদক স্পটে মাদক ব্যবসায়ীরা পুলিশের ধরাছোয়ার বাইরে থেকেই মাদক ব্যবসা করে যাচ্ছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা মাদক সেবনেও জড়িয়ে পড়ছে বলে একাধিক অভিভাবকদের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, মৌচাক এলাকায় পুলিশের নাকের ডগার উপর দিয়ে দেদাচ্ছে মাদক ব্যবসা করে যাচ্ছে মাদক সম্রাজ্ঞী রুবি আক্তার। পুলিশ তাকে কোথাও খুঁজে না পেলেও রুবি আক্তার মাদক ব্যবসায় নতুন কৌশল নিয়েছে। এখানে তিনি অর্ধ যুগ ধরে উপজেলার মৌচাক,রাখালিয়াচালা, নিশ্চিন্তপুর,কোনাবাড়ীর আমবাগ,কোনাবাড়ীর জরুন, লোহাকৈর,আন্দামানিকসহ ২০টি এলাকায় একটি মাদক সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের বিনা বাধায় অনায়াসে মাদক বেচাকেনা করছে বলে অভিযোগ রয়েছে। করোনার কারণে স্কুল কলেজ বন্ধ থাকলেও শিক্ষার্থীদের মাদক বিক্রিতে ব্যবহার করছে। উপজেলার আন্দারমানিক এলাকায় জয়নাল, আনোয়ার, আরমান হোসেন, সবুজ,
সুমন, নাজমুল, বাবু, রানা, আজিবুর, জুয়েল, সিদ্দিক, বাবুল, নাজমুল(২) দক্ষিণ
লস্করচালার লিটুন, আনু, আরমান, স্বপন, মাদবপুরে টুটুল,আড়াবাড়িতে রিপন,
মিলন, নিশ্চিন্তপুরে কাকন,চান্দরা মকবুল সুবেশ, সোহেল, রানী বেগম ফাতেমা, রাজীব, সুজন, লৌহাকুর এলাকায় ইকবাল আহম্মদ, সফিপুর পূর্বপাড়ার রুমান, আকবর আলী, আব্বাস আলী,দোকানপাড়ের শাহ আলম, মৌচাকের দীপু সরকার, রতনপুরে কাওসার, হবি, সফিপুর বাজারে সুমন, বাদ্দাম, টেরা মাসুম,বিশ্বাসপাড়া এলাকায় আব্দুল হামিদ, আলাল, স্বাধীন, শাহাদৎ, অবনী কুমার ত্রিপুরা, জসিম, এরশাদ, মাহহারুল ইসলাম, হারুন সিকদার, মজিবুর রহামন, গুড্ডি মিয়া
রুবির কাছ থেকে মাদক ক্রয় করে বেচাকেনা করছে।আন্দামানিক গ্রামের মাদক ব্যবসায়ী জয়নাল জানান, রুবির কাছ থেকে মাদক
কিনে এখানে বিক্রি করি। প্রতি পিচ ইয়াবা থেকে ১শত টাকা থেকে দেড়শত টাকার মত লাভ হয়।রাখালিয়াচালা গ্রামের একজন শিক্ষার্থীরা অভিভাবক আব্দুর সবুর জানান, দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় স্কুল কলেজের শিক্ষার্থীরা এ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। সকালে বের হলে গভীর রাতে বাসায় ফিরছে। এ বিষয়ে পুলিশ
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য থানায় কর্মরত সকল পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.