Sharing is caring!
খোন্দকার আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর ২টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় ৫টি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।
এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ২টার দিকে কোটচাঁদপুরে সাবদারপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ দুর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।কোটচাঁদপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী দূর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেন।
ঘটনাটি ঘটার সাথে সাথেই খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে অবস্থান নেয়। প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন তারা।