Sharing is caring!
এম আব্দুল করিম,সিলেট জেলা প্রতিনিধিঃ-
সিলেটের বিমানবন্দর থানা এলাকার একটি চা বাগানে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) র্যাবের অভিযানে তাদের আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল এয়ারপোর্ট থানার দলদলি চা বাগান সংলগ্ন এলটি-৩, চা সেকশনে রবিবার (২৬ অক্টোবর) অভিযান পরিচালনা করে।
সন্ধ্যা ৭ টায় পরিচালিত এ অভিযানে জুয়া খেলা অবস্থায় রাজিব তেসোয়ারা (২৮),শচিন্দ্র দাস (২৯), হীরা লাল দাস (৩৭) ও আহম্মেদ (৩৫)- কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।