Sharing is caring!
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ অসহায়দের সহায় হবার প্রতিজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল ব্রাহ্মণবাড়িয়ার একদল কিশোর শিক্ষার্থী।
“মানবতার ব্রাহ্মণবাড়িয়া ” নামের একটি সংগঠনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে তাঁরা
শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রথম সভা করে সংগঠনটি।উক্ত সংগঠনটির মাধ্যমে কিছুটা হলেও অনাহারী মানুষ এর আহার জোগাড় এবং মানুষকে স্বাবলম্বী করার প্রতিজ্ঞা গ্রহন করে সদস্যরা।
ফকরুল আবেদিন তাহসিনের পরিচালনায় সকলের মতামতের ভিত্তিতে মুনতাসির হোসেন মাহিনকে সভাপতি ও তাজিম রহমান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয় ।
যুগ্ম সাধারণ সম্পাদক : সাদমান হোসেন হৃদয়
সহ সাংগঠনিক সম্পাদক : তাফসির রহমান
সাংগঠনিক সম্পাদক : সাইফুল শিহাব
কোষাধ্যক্ষ : কাজী ফারহান লাবিব
দপ্তর সম্পাদক : তামিম রহমান
প্রচার প্রকাশনা সম্পাদক : ফখরুল আবেদিন তাহসিন সহকারী প্রচার প্রকাশনা সম্পাদক : নাফিও রশিদ
যেভাবেই হোক ব্রাহ্মণবাড়িয়ার মানুষের বিপদে পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভাটি শেষ হয়।