২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বীরমুক্তিযোদ্ধা পুলিশের অবসরপ্রাপ্ত এস, আই আব্দুল মজিদের রাষ্ট্রীয় মর্যাদা দাফন

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০
বীরমুক্তিযোদ্ধা পুলিশের অবসরপ্রাপ্ত এস, আই আব্দুল মজিদের রাষ্ট্রীয় মর্যাদা দাফন

Sharing is caring!

 

রুবেল মিয়া ,চিলমারী প্রতিনিধিঃ-

কুড়িগ্রামের চিলমারী উপজেলার খরখরিয়া তেলীপাড়া নিবাসী মৃত কসব উদ্দিন শেখের পুত্র বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এস, আই বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ শেখ আজ ভোর ৩টা ৩০ মিনিটে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

 

আব্দুল মজিদ শেখ মৃত্যুকালে ২ স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে চরখরখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ , এম রায়হান শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমন্ডার আঃ রহিম , উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেসক্লাব চিলমারী সাধারণ সম্পাদক মামুন অর রশিদ মামুন ,রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার প্রমুখ । শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।