২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গতরাতে গোপাল টিলা পূজামণ্ডপের ভিতরে স্কুল ছাত্রীকে লাঞ্ছিত

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০
গতরাতে গোপাল টিলা পূজামণ্ডপের ভিতরে স্কুল ছাত্রীকে লাঞ্ছিত

Sharing is caring!

 

সিলেট অফিসঃ- গত ২৫ অক্টোবর (রবিবার) রাতে সিলেট নগরীর টিলাগড় গোপালটিলার সার্বজনীন পূজা মন্ডপে মহানবমী রাত আনুমানিক ৯ টা ৩০ মিঃ সময় গোপাল টিলার আখড়া কমিটির সেক্রেটারি হিমাদ্রি কর পুরকায়স্থ সজল সিলেট কোর্টের সরকারি একজন চাকরীজীবি হওয়া সত্ত্বেও তিনি পূজা মন্ডপের ভিতরে মদ পান করিয়া বেসামাল অবস্থায় দশম শ্রেণীর পড়ুয়া একটি মেয়েকে জোরপূর্বক ভাবে জড়িয়ে ধরে দস্তাদস্তি করে চুমা চুমি শুরু করেন, পরে স্থানীয় লোকজন সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়।

বর্তমানে এই ঘটনা নিয়ে গোপালটিলায় তীব্র উওেজনা বিরাজ করছে, এই সজলের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে এই সজল দীর্ঘদিন থেকে এই গোপালটিলার একটি মেয়েকে প্রলোভন দেখিয়ে বিয়ে করে নাই বর্তমানে তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে এবং তাহার নেতৃত্বে ২০১১ সালে গোপাল টিলার দেবত্ব সম্পদ বিক্রি করে প্রায় ৭ কোটি টাকা লোটপাট করে বলে অভিযোগ জানাযায়।

 

 

বিস্তারিত দ্বিতীয় পর্বে…..