Sharing is caring!
রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পুজামন্ডপে পরিদর্শন করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভোলা জেলা কমান্ড্যান্টার, মোঃ আহসান উল্লাহ।
শারদীয় দুর্গাপূজা উৎসব ২০২০ উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা আনসার ও ভিডিপি অভূতপুর্ব দৃষ্টান্ত স্হাপন করেছেন। অস্ত্রসহ মোবাইল টিমের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো। প্রতি দিন রুটিন মাপিক প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন ও আইন শৃঙ্খলা রক্ষা করা, দর্শনার্থীদের চলার পত সুগম করে দেয়া ইত্যাদি কাজে জনগণের আস্থার পতিক হয়ে গেছে আনসার ও ভিডিপি।
সরকার ও আনসার ভিডিপির এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে পূজা উৎযাপন কমিটি ও সাধারন দর্শনার্থীরা।
এছাড়াও উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার জনাব মোঃ আঃ রহিম তাদের সদস্যদের নিয়ে প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং গত ২৫/১০/২০২০ তারিখে ভোলা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত জেলা কমান্ড্যান্ট মোঃ আহসান উল্লাহ। বোরহানউদ্দিনের দুটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক দের সাথে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এবং সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ঞ্জাপন করেন।
এসময় তার সাথে পরিদর্শনে ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, আইন-শৃঙ্খলা কারী বাহিনীর অন্যান্য সদস্যরা।