Sharing is caring!
রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পুজামন্ডপ পরিদর্শন করেন ভোলা লালমোহন সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান।
রবিবার (২৫ শে অক্টোবর) লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার প্রত্যেকটি পুজামন্ডপে পরিদর্শন ও পুজা মন্ডলের দায়িত্বকৃত সভাপতি সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন। এবং পুজা মন্ডলে কোন সমস্যা হয় কিনা সে বিষয়ে আলাপ আলোচনা করেন।
এছাড়া ও তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।এই সময় তিনি বলেন”বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।
প্রত্যেক ধর্মের মানুষ এদেশে স্বাধীনভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকেন।
এদেশে কেউ অন্য ধর্ম পালনে বাধা সৃষ্টি করেনা বরং সহযোগিতা করে। আমি আশাবাদী যুগ যুগ ধরে এই রীতি চলমান থাকবে।
এসময় তার সাথে পরিদর্শনে ছিলেন আইন-শৃঙ্খলা কারী বাহিনীরা, অন্যান্য সদস্যরা।